শ্রেনী পরিচিতি
শিফট, শাখা ও শ্রেনী পরিচিতি
একটি নিয়মিত পরিচালনা পর্ষদ ও সুগঠিত প্রশাসনের অধীনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিম্নোক্ত শিফট, শাখা ও শ্রেনী অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
শিফট | শাখা | শ্রেনী | প্রতিটি শ্রেনীর বিন্যাস |
---|---|---|---|
প্রভাতি | প্রাইমারী | প্রথম হতে পঞ্চম | প্রথম ও দ্বিতীয় শ্রেণি ব্যতীত তৃতীয় থেকে দশম প্রতিটি শ্রেনী দুটি করে শাখা । |
মাধ্যমিক | ষষ্ঠ হতে দশম | অর্থাৎ 'ক' ও 'খ' শাখায় বিভক্ত | |
দিবা | প্রাইমারী | প্রথম হতে পঞ্চম | প্রথম ও দ্বিতীয় শ্রেণি ব্যতীত তৃতীয় থেকে দশম প্রতিটি শ্রেনী দুটি করে শাখা । |
মাধ্যমিক | ষষ্ঠ হতে দশম | অর্থাৎ 'গ' ও 'ঘ' শাখায় বিভক্ত |
ক্লাস চলার সময় সূচি
শাখা | শ্রেনী | শুরু | শেষ |
---|---|---|---|
প্রাইমারী শাখা : প্রভাতি | প্রথম ও দ্বিতীয় | ০৭ঃ ০০ | ০৯ঃ ৫৫ |
প্রাইমারী শাখা : প্রভাতি | তৃতীয়,চতুর্থ,পঞ্চম | ০৭ঃ ০০ | ১০ঃ ৫৫ |
প্রাইমারী শাখা : দিবা | প্রথম ও দ্বিতীয় | ১২ঃ ০০ | ২ঃ ৫৫ |
প্রাইমারী শাখা : দিবা | তৃতীয়,চতুর্থ,পঞ্চম | ১২ঃ ০০ | ৩ঃ ৫৫ |
মাধ্যমিক শাখা : প্রভাতি | ষষ্ঠ হতে দশম | ০৭ঃ ০০ | ১১ঃ ৩০ |
মাধ্যমিক শাখা : দিবা | ষষ্ঠ হতে দশম | ১২ঃ ০০ | ০৪ঃ ৩০ |
চিকিৎসা ব্যবস্হা
একজন নির্ধারিত চিকিৎসক নিয়মিতভাবে ছাত্রিদের স্বাস্হ্য পরীক্ষা করেন । প্রয়োজনবোধে প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় বাবস্হাপত্র ও উপদেশ প্রদান করে থাকেন । আকস্মিক দূর্ঘটনা বা হঠাৎ রোগাক্রান্ত ছাত্রিদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবককে নিকটস্হ
ক্লিনিক বা হাস্পাতালের মাধ্যমে সম্পন্ন করে থাকে ।
শিক্ষার্থীদের পোশাক
প্রত্যেক ছাত্রিকে নির্ধারিত পোশাক পরিধান করতে হয় এবং উক্ত পোশাকাদি অবশ্যই প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত নমুনা অবলম্বনে প্রস্তুত করাতে হয় । নির্ধারিত পোশাকের নমুনা নিম্নরূপঃ
ছাত্রিদের গ্রীষ্মকালীন পোশাক
- গোলাপি ফ্রক, সাদা দোপাট্রা, বিদ্যালয় প্রদত্ত আইডি কার্ড ও ব্যাজ
- সাদা পিটি সু ও সাদা মজা,দুই কলা বেনিতে সাদা ফিতার ফুল
- প্রভাতি শাখার শিক্ষার্থীদের লাল সোল্ডার ব্যাজ
- দিবা শাখার শিক্ষার্থীদের সবুজ সোল্ডার ব্যাজ
ছাত্রিদের শীতকালীন পোশাক
- গ্রীষ্মকালীন পোশাক এর সাথে নিম্নে উল্লেখিত নির্ধারিত পোশাক:
- নেভী- ব্লু ফুল হাতা কার্ডিগান, প্রয়োজনে নেভী উলেন মাফলার