ভর্তি সংক্রান্ত তথ্য
ভর্তি পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে ও দৈনিক করতোয়া পএিকায় প্রকাশ করা হয়।ভর্তির জন্য করনীয়ঃ
বিদ্যালয় অফিস থেকে নির্ধারিত মূল্যে ভর্তির আবেদন ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে ।
নিয়মাবলী:
- ১।বিদ্যালয় অফিস থেকে নির্ধারিত মূল্যে ভর্তির আবেদন ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে ।
- ২।১ম শ্রেনীতে মৌখিক পরীক্ষার এবং অভিভাবক (পিতা-মাতা উভয়েই)সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হবে।
- ৩।২য় থেকে ৮ম শ্রেনী পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীভ অভিভাবক(পিতা-মাতা উভয়েই)সহ নির্ধারিত সাক্ষাৎকার গ্রহনের পর উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তিভ জন্য চূড়ান্ত বলে বিচেচিত হবে ।
- ৪।২য় শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত বোর্ড প্রকাশিক পাঠ্য বইয়ের নিম্লেক্ত বিষয় ও নম্বরের ভিক্তিতে লিখিত পরীক্ষাভ মাধ্যমে মেধাক্রমে নির্ধারণ করা হবে ।
বাংলা | ১৫ |
ইংরেজি | ১৫ |
গনিত | ২০ |
মোট | ৫০ |