সভাপতির বাণী
শিক্ষা মানুষের মনুষত্বের বিকাশ ঘটিয়ে সম্পদে পরিণত করে । সুশিক্ষা আলোকিত মানুষ সৃষ্টি করে। শিক্ষা ছাড়া জীবন অর্থহীন তাই পরিবার, সমাজ, ও দেশকে আলোকিত করতে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চাই জীবনমুখী যুগোপযোগি কর্মভিত্তিক শিক্ষা । এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া প্রোজেক্টরসহ সকল অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদান করছে।
ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়। সুতীক্ষ্ণ দৃষ্ঠিভঙ্গী, সঠিক দিক নির্দেশনা, শিক্ষকমণ্ডলীর যোগ্যতা, দক্ষতা, মমতাময়ী পরিচর্যা, ও নিরলস পরিশ্রম এবং কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় বগুড়া তথা উত্তরবঙ্গের একটি অনন্য বালিকা উচ্চ বিদ্যাপীঠে পরিণত হয়েছে । আমাদের পরিচালনা পর্ষদের সন্মানিত সদস্যবৃদ, অভিভাবক মণ্ডলী, সন্মানিত শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা অব্যাহত থাকবে মহান রাব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা রাখি ।
মোঃ আরাফাত হোসেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বগুড়া
ও
সভাপতি, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বগুড়া।